Malda : ভাঙ্গন আতঙ্কে আতঙ্কিত গোপালপুরবাসী : U Bangla TV

Malda : ভাঙ্গন আতঙ্কে আতঙ্কিত গোপালপুরবাসী : U Bangla TV

Jul 13, 2024 - 18:56
 0  8

ভাঙ্গন আতঙ্ক,আতঙ্কিতগোপালপুরবাসী।বর্ষার মরশুমে বেশ কয়েকদিন ধরেই গঙ্গা ফুলে ফেঁপে উঠেছে। মুহূর্তের মধ্যে জমি তলিয়ে যাচ্ছে গঙ্গাবক্ষে । ভূতনি এলাকায় কোশি ফুলহরের তাণ্ডব শেষ হতে না হতেই গঙ্গা নিজের ভাঙ্গন লীলা দেখাচ্ছে গোপালপুরবাসীদের। গোপালপুর অঞ্চলের কামালতিপুর, ঈশ্বর টোলা, সহবতটোলা, উত্তর ও দক্ষিণ হুকুমত টোলায় দিবা-নিশি ভাঙ্গন হচ্ছে। কামালতিপুর ভাঙ্গনে বেশী জর্জরিত। কামালতীপুর এলাকা মানিকচক ব্লকের শেষ প্রান্ত। জলস্ফীতি হয়ে বন্যার ভয়ও রয়েছে। কামালতিপুর গ্রাম থেকে প্রায় শো খানেক মিটার দূরে গঙ্গা নিজের ভাঙন লীলায় মেতে উঠেছে। স্থানীয়রা রাতে ঘুমোতে পারছেন না। কখন জানি তাদের ঘর বাড়ি নদী বক্ষে চলে যায়।বিনিদ্র রজনী ,ভয় ভিটেমাটি হারানোর। স্থানীয় বাসিন্দা শেখ নাসিরুদ্দিনের বক্তব্য,' দিনরাত গঙ্গা ভাঙ্গন হচ্ছে। ভাঙ্গনে আমরা আতঙ্কিত। রাতে দিনে কখনোই ঘুমোতে পারি না। আমাদের সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন বসবাসের ভিটে টুকু রয়েছে। ভাঙ্গনের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে কোন মুহূর্তে বসত বাড়ি ও নদীগর্ভে তলিয়ে যাবে। প্রশাসনের তরফে বলা হয়েছে গত বছর বালুটোলা এলাকায় যে ধরনের গঙ্গা ভাঙ্গনের কাজ হয়েছে সেই ধরনের কাজ কামালতিপুর পর্যন্ত করা হবে। #malda #maldanews #westbengalnews #breakingnews #newstoday #viralnews #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow