ভোটের পর প্রথম বৈঠকে রাজ্য মন্ত্রিসভা, দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দিল নবান্ন

বিজ্ঞপ্তি দিয়ে বৈঠকের কথা জানিয়েছেন মুখ্যসচিব। সমস্ত দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, আধিকারিক, ইঞ্জিনিয়ার, পুলিশ আধিকারিকদের বৈঠকে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে।

Jun 24, 2024 - 13:44
 0  1
1 / 1

1.

লোকসভা ভোটপর্ব মিটেছে সপ্তাহ তিনেক হতে চলল। আদর্শ আচরণবিধি লাগু থাকায় এতদিন কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ বা বাস্তবায়নের কাজ করা যায়নি। তবে তার মেয়াদ শেষ হতেই রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভা। আগামী সপ্তাহে নবান্নে (Nabanna) হবে বৈঠক। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। জানানো হয়েছে, ২৬ জুন দুপুর তিনটেয় সমস্ত দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সমস্ত দপ্তরের সচিব ও আধিকারিকরাও। সকলকে বৈঠকে যোগ দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে।

মুখ্যসচিব (Chief secretary) বিপি গোপালিকার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বুধবার অর্থাৎ ২৬ জুন দুপুর তিনটে নাগাদ নবান্নের ১৪ তলায় মন্ত্রী পরিষদের ঘরে বৈঠক হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)নেতৃত্বে সেই বৈঠক হবে। গত ২০ জুন বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। এটি হবে রাজ্য মন্ত্রিসভার ৫৬ তম বৈঠক। লোকসভা ভোট (Lok Sabha Election 2024) মিটে যাওয়ার পর এই বৈঠক থেকে রাজ্যের বিভিন্ন অসমাপ্ত কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া নতুন কোনও প্রকল্প বা সিদ্ধান্ত গৃহীত হতে পারে মন্ত্রিসভার বৈঠকে।

Advertisement

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow