Tripura : বিধানসভার স্পীকার কে চিঠি দিলেন নওশাদ
Tripura : বিধানসভার স্পীকার কে চিঠি দিলেন নওশাদ
ভাঙড়ে ঢুকতে গিয়ে বারবার বাধা পাওযায় পরিস্থিতি জানিয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পীকার কে চিঠি দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সোমবার তিনি চিঠি দিয়েছেন বলে জানান নওশাদ নিজেই। আপাতত তার প্রথম লক্ষ্য ভাঙড়ে শান্তি ফেরানো। জামিনে মুক্ত আইএসএফ কর্মীদের স্বাগত জানাতে সংশোধনাগারে এলেন নওশাদ সিদ্দিকী।পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে ভাঙরের বিজয়গঞ্জ বাজারে তৃণমূল ও আইএসএফের মধ্যে গোলমাল বাধে। সেই গোলমালে মৃত্যু হয়েছিল তিনজনের। সেই ঘটনার পর বেশ কিছু আইএফএফ সমর্থককে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি ৩৪ দিন পর তাদের জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার রাতে বারুইপুর সংশোধনাগার থেকে ১২ জন আইএসএফ সমর্থককে মুক্তি দেওয়া হয়। সংশোধনাগারের বাইরে তাদের স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।এদিন নওশাদ বলেন, "মনোনয়ন দিতে যাওয়া আমাদের কর্মী সমর্থকদের অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছিল। এই ভাবে জেল জরিমানা দিয়ে বিপ্লব আন্দোলনকে আটকে রাখা যায় না।"#breakingnews #newstoday #bhangar #nawsadsiddiqui #kolkatanews #westbengal #newslive #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?