ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় |
ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় |
ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হল ইউক্রেনের ছয় নাগরিকের। গুরুতর জখম অন্তত ১৩ জন। ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর ও দোকান। বুধবার ভোরে দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর ওডেসায় হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। পরপর চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ধ্বংসস্তূপের নীচে আরও কেউ চাপা পড়ে আছেন কি না, তার খোঁজে তল্লাশি চলছে। ইউক্রেন এর সূত্রমারফত খবর তিনজনের মৃত্যু হয়েছে বলে জানাগছছে। এদিকে, ইউক্রেনের হামলায় রুশ বাহিনীর এক শীর্ষকর্তার মৃত্যুর খবর মিলেছে। সূত্রের খবর, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনের হামলায় সেনাবাহিনীর মেজর জেনারেল এর মৃত্যু হয়েছে। এরইমধ্যে ইউক্রেন জাপোরিঝিয়া অঞ্চলের বেশ কিছুটা এলাকার পুনর্দখল করেছে। যদিও সেনাকর্তার মৃত্যু নিয়ে মস্কোর তরফে সরকারিভাবে কিছু স্বীকার করা হয়নি। ইউক্রেন সেনার এক মুখপাত্রের দাবি, দখল করা এলাকাগুলি হাতছাড়া হতে দেখেই রুশ বাহিনী ফের আকাশপথে হামলা বাড়িয়েছে। এদিকে, দেশের চলতি যুদ্ধজনিত পরিস্থিতি নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ। #newstoday #newsvideo #current_affairs #worldaffairscurrentaffairs #russia #ukraine @ubanglatvofficial
What's Your Reaction?