জার্মানিতে তীব্র গরমে বছরে ২০ হাজার মানুষের মৃত্যু|
জার্মানিতে তীব্র গরমে বছরে ২০ হাজার মানুষের মৃত্যু|
মাত্রাতিরিক্ত গরমে নানা অসুখে ভুগে প্রতিবছর ৫ থেকে ২০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে জার্মানিতে৷ মঙ্গলবার এ তথ্য জানান জার্মানির স্বাস্থ্যমন্ত্রী।
এমন অবাঞ্ছিত মৃত্যু ঠেকাতে একটি‘হিট প্রোটেকশন প্ল্যান' তৈরির পরিকল্পনা করেছেন শহর গুলি।জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে জার্মানিতে গরম আরও বাড়বে বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন,‘আমরা যদি কিছু না করি তাহলে প্রতিবছর আমরা কয়েক হাজার প্রাণ হারাব, যা অপ্রয়োজনীয়৷ জার্মানির আবহাওয়া অফিস জানিয়েছে, তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর জার্মানি ও ইউরোপে ২০২৩সালটি উষ্ণতম বছরগুলোর একটি ছিল৷ হিসাব বলছে জার্মানিতে তীব্র গরমে বছরে ২০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। #newstoday #current_affairs #worldaffairscurrentaffairs #germany @ubanglatvofficial
What's Your Reaction?