ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস

Apr 12, 2023 - 23:57
 0  4

আজ ১২ ই এপ্রিল আজকের দিনে ১৮৮৫ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার তার শ্রেষ্ঠ কীর্তি এছাড়াও কুষান ও পাল বংশের বহু তথ্য তিনি আবিষ্কার করেছেন, আজ রাখালদাস বন্দ্যোপাধ্যায় এর জন্মদিনে ইউ বাংলা টিভির পক্ষ থেকে শ্রদ্ধা ও স্মরণে রাখালদাস।      ভারতের ইতিহাসে ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ বলতে যাদের নাম আসে রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব । তবে তিনি সকলের কাছে আর .ডি. ব্যানার্জি নামে অধিক পরিচিত । রাখালদাস বন্দ্যোপাধ্যায় বহরমপুরে জন্মগ্রহণ করেন ,ওনার পিতা মতিলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বনামধন্য আইনজীবী । রাখালদাস বন্দ্যোপাধ্যায় বহরমপুরে কৃষ্ণনাথ স্কুল  থেকে ১৯০০ সালে এনট্রান্স পাস করেন ও  ১৯০৩ সালে এ.এফ. এ পাস করেন এতো গেল   তার শিক্ষা জীবন কিন্তু তার কর্ম জীবন নিয়েই আমরা সবথেকে বেশি আলোচনা করে থাকি, রাখালদাস বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ কৃতিত্ব মহেঞ্জোদারো সভ্যতার সুপ্রাচীন ধ্বংসাবশেষের আবিষ্কার, সম্রাট কনিষ্ঠ সম্পর্কে যেসব তথ্য তিনি আবিষ্কার করেন তা ইতিহাসের যথেষ্ট গ্রহণযোগ্যতা লাভ করে । পাল রাজবংশ সম্পর্কিত বহু তথ্য তিনি আবিষ্কার করেন। তবে তিনি পেশায় ঐতিহাসিক হলেও বিভিন্ন বই ও রচনা করেছেন তার উল্লেখযোগ্য গ্রন্থ গুলো হল দ্য অরিজিনাল অফ দা বেঙ্গল স্ক্রিপ্ট, পাষাণের কথা, করুনা ,ব্যতিক্রম, শশাঙ্ক ,ধর্মপাল  , প্রাচীন মুদ্রার মত বহু ঐতিহাসিক রচনা সৃষ্টি করেন তিনি।                তবে সবশেষে এটাই বলার তিনি তার কৃতিত্ব দিয়ে বাঙালি মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করেছেন |  @ubanglatvofficial  #youtube #Rakhaldasbanerji

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow