প্রয়াতো হলেন উত্তরা বাওকার
থিয়েটার জগতের বেশ জনপ্রিয় মুখ উত্তরা বাওকার। তবে সিনেমা , সিরিয়াল ও টেলিভিশনেও বেশ পাকাপাকি জায়গা করেছিলেন তিনি। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী জাতীয় পুরস্কার পেয়েছেন মৃনাল সেনের "একদিন আচানক" সিনেমায় অভিনয়ের জন্য। 1984 সালে সংগীত নাটক একাডেমীর তরফ থেকেও তিনি সম্মান পেয়েছেন । "যাত্রা" ও "তামস" দিয়েই টেলিভিশন জগৎএ প্রবেশ করেন তিনি। "রুক্মবাতি কি হাভেলি" , "ডগি" , "সর্দারি বেগাম" , "বস্তুপুরুষ" , "আজা নাচেল" , "ডর" , "উড়ান" , " অন্তরাল " , "রিশতে করো কাগজ" , "জাসসি যাইসি কৈহি নাহি" তার বিখ্যাত কয়েক টা কাজ। এই উজ্জ্বল নক্ষত্র গত 12ই এপ্রিল প্রয়াতো হয়েছেন। প্রইয়ান কালে তার বয়োস হয়েছিল 79 বছর। ইউ বাংলা টিভির তরফ থেকে ওনার প্রতি বনম্র শ্রদ্ধা জানানো হলো। #youtube #Utrabaukar #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?