শুভ জন্মদিন মানিকবাবু

May 2, 2023 - 19:08
 0  11

"মহারাজা তোমাকে সেলাম"এই কথাটা মাথায় এলে আমাদের প্রত্যেক বাঙালির যার কথা মনে পড়ে তিনি হলেন সত্যজিৎ রায়, আজ ২রা মে সত্যজিৎ রায়ের ১০২ তম জন্মবার্ষিকী। সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী ইউ বাংলা টিভির তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা। আজ আমরা আমাদের সকলের প্রিয় সত্যজিৎ রায়ের জন্মদিনে কথা বলব সত্যজিৎ রায়ের চলচ্চিত্র জীবনের অবদান নিয়ে । ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে পরিচালক ও লেখক সত্যজিৎ রায়ের জায়গা আজ অব্দি কেউ নিতে পারেনি । বাংলা চলচ্চিত্রকে বিশ্বমানের খ্যাতির আসন দিয়েছিলেন যিনি তিনিই পরিচালক সত্যজিৎ রায়, তবে সেখানেই সীমাবদ্ধ থাকেনি তার অবদান সাহিত্য জগত থেকে শুরু করে প্রচ্ছদ অঙ্ককন সব দিকেই তিনি ছিলেন সিদ্ধ অস্ত। সত্যজিৎ রায় আর সিনেমা যেন এক অবিচ্ছেদ্য অংশ ছিল। কম পুজিতে কিভাবে বাস্তবকে নিখুঁতভাবে সিনেমার পর্দায় তুলে ধরতে হয় সত্যজিৎ রায় প্রথম ভারতীয় চলচ্চিত্র তা করে দেখিয়েছিলেন।সত্যজিৎ রায় সৃষ্ট তাঁর পথের পাঁচালী যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক উল্লেখযোগ্য সৃষ্টি । এই পথের পাঁচালী তৈরি করতেই অর্থের অভাবে তিন বছর সময় লেগে গিয়েছিল ছবিটি পুরোপুরি সম্পূর্ন করতে। পরবর্তীতে ভারতীয় চলচ্চিত্র কে বিশ্বের দরবারে পৌঁছানোর পথ করে দিয়েছিল এই পথের পাঁচালী। দেশ-বিদেশ মিলে ১১ টি পুরস্কারে ভূষিত হয় এই সিনেমা। চলচ্চিত্র ও তথ্যচিত্র মিলিয়ে মোট ৩৭ টি ছবি পরিচালনার কাজ করেছিলেন তিনি। পথের পাঁচালী ,অপরাজিতা ও অপুর সংসার এই তিনটি ছবি চলচ্চিত্রের ইতিহাসের স্বর্ণযুগ সৃষ্টি করে দিয়ে গেছিলেন। সাহিত্য জগতে দুই খ্যাতনামা ব্যক্তিত্ব গোয়েন্দা ফেলুমিত্তির ও বিজ্ঞানী শঙ্কু যা আজ ও বাংলা সাহিত্য জগত থেকে শুরু করে চলচ্চিত্র জগতের এক বিশাল স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছে। সত্যজিৎ রায় ছিলেন বহুমুখী প্রত� #youtube #satyajitroy #tollywood #tollywoodnews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow