প্রাপ্তমনস্ক প্রেমের গল্প দুঃসাহসী ‘Babli’ @ubanglatvofficial
প্রাপ্তমনস্ক প্রেমের গল্প দুঃসাহসী ‘Babli’ @ubanglatvofficial
সাহিত্যের আধারে ছবি করার ভালো-মন্দ দুটো দিকই আছে। প্রথমত, রেডি টেক্সট পাওয়া যায়। দ্বিতীয়ত, সেই টেক্সটকে সার্থক চিত্ররূপ দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরিচালক রাজ চক্রবর্তী সেই চ্যালেঞ্জ নিয়েছেন ‘বাবলি’ ছবিতে। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ লেখা হয়েছিল আটের দশকে মধ্যভাগে। সেই কাহিনি অবলম্বনে এই ফিল্ম, এতদিনে সকলেই জানেন। ‘পরিণীতা’র পর আবার রাজ প্রেমের ছবিতে হাত দিলেন। এক্ষেত্রে তাঁর তুরুপের তাস আবির চট্টোপাধ্যায়- শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো ফ্রেশ জুটি। এবং অবশ্যই ছবির তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সৌরসেনী মৈত্র।
স্বাধীনচেতা-উচ্ছল বাবলি আর রোমান্টিক-কেয়ারিং অভিরূপের জার্নি প্রথমার্ধে দেখতে মন্দ লাগে না। রোমান্টিক মুহূর্তগুলো সুন্দর। ঝুমার চরিত্রে সৌরসেনী আক্ষরিক অর্থে ছবির এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পেরেছেন, যতটুকু আছেন ইন্টারেস্টিং।
What's Your Reaction?