Siliguri : জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে বাইসন
রাজগঞ্জ: জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ের কাছাকাছি চলে এলো একটি বাইসন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের নেপালি বস্তি এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বৈকুন্ঠপুর বন বিভাগের ডাবগ্রাম রেঞ্জের বন কর্মীরা। তাঁরা এলাকায় গিয়ে মাইকিং করেন। এলাকার বাসিন্দাদের সতর্ক করে দেন। বাড়ির বাইরে বেরোলে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বৈকুন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে লোকালের কাছাকাছি চলে আসে একটি বাইসন। বাইসন দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। তড়িঘড়ি স্থানীয়রা বনদপ্তরে খবর দেন। বাইসনটি গ্রামের ভেতরে ঢুকে পড়লে বড় ক্ষতির পাশাপাশি প্রাণহানির আশঙ্কা রয়েছে। এর আগে বন্য জন্তুর আক্রমণে এলাকায় প্রাণহানীর ঘটনা ঘটেছে। বন কর্মীরা বাইসনটিকে জঙ্গলে ফেরানোর আপ্রাণ চেষ্টা করেন। #youtube #siliguri #siligurinews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?