Tripura : কর্মচারীদের কড়া বার্তা ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের

Apr 25, 2023 - 18:06
 0  10

ভরদুপুরে আচমকাই ঊনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট মহকুমা শাসকের অফিসের কাজকর্ম খতিয়ে দেখতে অফিসে গিয়ে হাজির হন ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অফিস পরিদর্শনে গিয়ে অনেকক্ষেত্রেই কাজে গাফিলতি বা অনিয়ম দেখতে পেয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। সময়ের কাজ সময়ে করতে এবং মানুষকে হয়রানি না করতে সরকারি আধিকারিক এবং কর্মীদের কড়া বার্তা দিলেন মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী সুধাংশু দাসের সাফ বক্তব্য, সরকারি কাজ করতে এসে মানুষ যাতে ভোগান্তির শিকার না হন। মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাজে সহায়তা করতেই প্রায়শই মন্ত্রী সুধাংশু দাসের এই অফিস ভিজিট। সরকারি অফিসে কর্মসংস্কৃতির হাল ফেরাতে সর্বদা একটিভ ত্রিপুরার তরুণ তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। #youtube #tripura #tripuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow