ইড্রোলিক লকগেটের কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

Apr 25, 2023 - 18:23
 0  9



কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, আশির দশকে এখানে একটি লক গেট তৈর হয়। দীর্ঘদিন পর বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর মার্ক দর্শনে সর্বানন্দ সোনোয়ালজির ডাইরেকশনে ফরাক্কাই আইডব্লুআই এই হাইড্রোলিক লক গেটের কাজ করছে। নতুন যে টেকনোলজি মাধ্যমে এই লকগেট করা হচ্ছে সেটা ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি দুটোর মাধ্যমে খুলবে। এছাড়া এই লকগেট আরও আগে করা উচিত ছিল। পুরনো লকেট ঠিক মতো কাজও করছিল না। নতুন লকগেট হলে এখান দিয়ে পন্যবাহী জাহাজ সহজেই পাস হয়ে যাবে। নতুন লকেটের ফলে পুরো দেশবাসী উপকৃত হবে। কেন্দ্রের আর্থ গঙ্গা প্রজেক্টের রোরো ও রোপ্যাক এর মাধ্যমে হলদিয়া থেকে বেনারসি পর্যন্ত প্রায় ষাট টির উপরে জাহাজ যাতায়াত করবে। তাতে স্থানীয় ব্যবসিক ও মানুষজনের যাতায়াত করতে সময় বাঁচবে ও খরচ কম হবে। এরফলে অর্থনৈতিক ভাবে এলাকার আর্থিক অবস্থার উন্নতি হবে। এখন পর্যন্ত কিছু কাজ শেষ হয়েছে এবং কিছু কাজ এখনো বাকি আছে। মনে করছি আগামী ২০৩০ সালের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। #youtube #murshidabad #murshidabad_news #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow