ত্বকে দাগ-ছোপ থেকে জ্বালাভাব, সব দূর হবে অ্যালোভেরার গুনে

ত্বকে দাগ-ছোপ থেকে জ্বালাভাব, সব দূর হবে অ্যালোভেরার গুনে

Jun 20, 2023 - 11:59
 0  4

রোদে পোড়া ত্বকের যত্নে সানস্ক্রিন ব্যবহার করতে বলা হয়। তৈলাক্ত ত্বকে র‌্যাশ, ব্রণের সমস্যা থাকলে সানস্ক্রিন মাখতে চান না অনেকেই। তাই বলে ত্বক রোদে পুড়বে না, এমন তো নয়। তা হলে কী করবেন?আজ আমরা কথা বলবো সেই সমস্যার সমাধান নিয়ে,বিশেষজ্ঞদের মতে রোদে পোড়া দাগ দূর করার জন্য অ্যালো ভেরা বা ঘৃতকুমারীর নির্যাস যে কোনও ধরনের ত্বকের জন্যই দারুণ উপকারী। পোড়া জায়গায় অ্যালো ভেরা জেল মাখার আগে ত্বক ভাল করে পরিষ্কার করে নিন। মাইল্ড কোনও তরল সাবান দিয়ে ত্বকের উপরের ধুলো ময়লা পরিষ্কার করে নিন। এছাড়াও যে যে অংশে রোদ লাগে, সেখানে পাতলা করে অ্যালো ভেরা পাতার নির্যাস বা বাজার থেকে কেনা জেল মেখে নিন। ত্বকে যদি খুব সমস্যা না থাকে, সে ক্ষেত্রে হালকা হাতে ম্যাসাজও করতে পারেন।অ্যালো ভেরা পাতার নির্যাসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে তা বরফের ট্রে-তে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। বাইরে থেকে এসে মুখ, হাত পরিষ্কার করে মাখতে পারেন।এরকম কিছু সহজ উপায়ে অ্যালোভেরার ব্যাবহার করলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর হয় সহজে। #dailyupdates #aloverajel #aloverabenefits #skincare  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow