Exclusive News : রাত্রিকালীন মেট্রোর সময় পরিবর্তন : U Bangla TV

Exclusive News : রাত্রিকালীন মেট্রোর সময় পরিবর্তন : U Bangla TV

Jun 20, 2024 - 16:07
 0  19

যাত্রীদের সুবিধার জন্য কলকাতা মেট্রো পরীক্ষামূলক ভিত্তিতে ব্লু লাইনে বিশেষ রাত্রিকালীন মেট্রো পরিষেবা চালাচ্ছে। সোম থেকে শুক্র রাত ১১ টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়ছিল শেষ মেট্রোটি। ২৫ শে মে থেকে চালু হওয়া বিশেষ মেট্রো যদিও বেশিরভাগ দিনই থাকে ফাঁকা। রাত করে বাড়ি ফেরা কিছু অফিসকর্মীকেই নিয়েই ছোটে ট্রেন। একেকটি ট্রিপ চালাতে মেট্রোর খরচ পড়ে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। অর্থাৎ দুটি মেট্রোয় ২ লক্ষ ৭০ হাজার। আর আয় হয় মাত্র ছ হাজার টাকা। এর মাঝেই মেট্রোর সময় এগিয়ে এনে লোকসান সামাল দেওয়ার চেষ্টা করল মেট্রো কর্তৃপক্ষ। এবার থেকে ১১টা নয়, কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। কিন্তু এই সময় টিকিট কাউন্টার খোলা থাকবে না। তাই UPI পেমেন্ট , ASCRM মেশিন এবং স্মার্ট কার্ডও ব্যবহার করা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow