ঘূর্ণিঝড় মোচায় ভীত সুন্দরবনবাসী | U Bangla TV
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের এই সতর্কবার্তাতেই কার্যত ঘুম ছুটেছে সুন্দরবনবাসীর। সুন্দরবনের গোসাবা থেকে সাগর ব্লকের বিস্তীর্ণ এলাকার নদীবাঁধের বেহাল দশা। সামান্য পূর্ণিমা বা অমাবস্যার কোটালেই বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙছে, বাঁধে ধস নামছে। এই পরিস্থিতিতে নতুন ঘূর্ণিঝড় মোচার প্রভাব সুন্দরবনের উপর পড়লে ফের বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় মানুষজন। যদিও প্রশাসনের তরফে পরিস্থিতি মোকাবিলার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।এলাকাবাসী বারে বারে শক্তপোক্ত কংক্রিটের নদীবাঁধ তৈরির দাবি জানিয়েছেন কিন্তু গোটা সুন্দরবন জুড়ে সেই বাঁধ কিছুটা এলাকায় তৈরি হলেও বেশিরভাগ জায়গায় এখনো কংক্রিটের নদীবাঁধ তৈরি হয়নি।
What's Your Reaction?