Bardhaman : ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে চেকিং পুলিশ ও জি আর পির : U Bangla TV
Bardhaman : ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে চেকিং পুলিশ ও জি আর পির : U Bangla TV
৭৬ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে কোনও ধরনের নাশকতা রুখতে তৎপর বর্ধমান রেল পুলিশ ও বর্ধমানপুলিশ প্রশাসন। বৃহস্পতিবারও এর যৌথ উদ্যোগে বর্ধমান স্টেশনে চলে নাকা চেকিং। মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ দিয়ে বর্ধমান স্টেশন সহ বিভিন্ন ট্রেনে চলে তল্লাশি। খতিয়ে দেখা হয় নিরাপত্তা ব্যবস্থা।২০১৪ সালের ২রা অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ঘটে যাওয়ার পর দেশের প্রথম সারির তদন্তকারী সংস্থাগুলির মাধ্যমে উঠে আসে বর্ধমান স্টেশনের কথা। ভারতে সক্রিয় বিভিন্ন জঙ্গী সংগঠনগুলি কী ভাবে করিডর হিসাবে বর্ধমান স্টেশনকে ব্যবহার করেছিল সেই তথ্য উঠে আসে গোয়েন্দাদের হাতে।পরবর্তীতে বর্ধমান স্টেশন থেকে ধরা হয় ভারত মডিউলের অন্যতম সক্রিয় সদস্য মুসাকে। এরপর থেকেই বর্ধমান স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে একাধিক উদ্যোগ নেওয়া হয় রেলের পক্ষ থেকে। প্রতিদিন রুটিন চেকিং-এর পাশাপাশি বিশেষ দিনগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয় GRP ও RPF-এর তরফে। #bardhaman #bardhamannews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?