শালগঙ্গায় দুই দিন ব্যপী শ্রী রাধারমণ গোস্বামীর স্মরণ উৎসব | U Bangla TV
বহু ভক্ত সমাগমের মধ্য দিয়ে শালগঙ্গায় শ্রী রাধারমণ গোস্বামীর স্মরণ উৎসব পালিত হলো। শালগঙ্গা ও উধারবন্দ রাধারমণ সেবক সংঘের ব্যবস্থাপনায় শালগঙ্গা হাসপাতাল রোডে হেমলতা সরণীর মাঠে অনুষ্ঠিত হয় এই স্মরণ উৎসব। সোমবার ১০৮তম স্মরণ উৎসব উপলক্ষে সকাল থেকেই ছিল বিভিন্ন কার্যসূচি। সকালে অনুষ্ঠিত হয় মঙ্গলারতি, গুরুপূজা, করিমগঞ্জের বারইগ্রাম রাধারমন আশ্রম থেকে আসা মহারাজ প্রানকৃষ্ণ গোস্বামী গুরুগীতা পাঠ ও রাধারমণের লীলা সংকীর্তন করেন। দুপুরে ভোগ আরতির পর মহাপ্রসাদ বিতরণ করা হয়। তবে বিশেষ ভূমিকা নেন রাধারমণ সেবা সংঘের কাছাড়ের প্রচার সচিব কার্তিক পাল। দু’হাজার মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় ।
What's Your Reaction?