South24Pgs| এবার পাথরপ্রতিমার শ্রীধর নগর এলাকায় বাঘের আতঙ্ক | U Bangla TV

South24Pgs| এবার পাথরপ্রতিমার শ্রীধর নগর এলাকায় বাঘের আতঙ্ক | U Bangla TV

Nov 3, 2023 - 17:45
 0  4

এবার পাথরপ্রতিমার শ্রীধর নগর এলাকায় বাঘের আতঙ্ক, রাতদিন পাহারায় বনদপ্তর। 
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রীধর  নগর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কে এলাকাবাসী, গতকাল সন্ধ্যায় সুস্মিতা দাস নামে এক স্কুলছাত্রী নদী বাঁধে ষাঁড়  এবং কুকুর দৌড়ানো দেখে লাইট মেরে দেখে বাঘ বসে আছে, আতঙ্কে চিৎকার করে বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরেছে তার মাকে বাঘের কথা জানায় তারপরে এলাকায় এই খবরটা রুটে গেলে মানুষ আতঙ্ক গ্রস্ত হয়ে পড়ে। প্রথম প্রথম এলাকার মানুষ তার কথা বিশ্বাস না করলেও   সকালে পায়ের ছাপ দেখে বনদপ্তরকে যানায়। এই খবর রোটে যাওয়ায় বাঘের পায়ের ছাপ দেখতে জঙ্গলের কাছে হাজির হয় শত শত মানুষ, খবর দেয়া হয় বনদপ্তরকে, তড়িঘড়ি বনদপ্তর সেখানে উপস্থিত হয়ে বাঘের পায়ের ছাপ চিহ্নিতকরণ করার পর সতর্কতামূলক হিসাবে মাইক ক্যাম্পিং সহ এলাকার মানুষকে সচেতন করেন, এমনকি বনদপ্তরের পক্ষ থেকে জঙ্গলের পাতা হয় ৩ টি খাঁচা,বনদপ্তর কর্মীদের সঙ্গে কয়েক শতাধিক  মানুষ রাত্রে পাহারা দেয়  তবে আজ সকাল পর্যন্ত বাঘ মামার দেখা মেলেনি, আজ সকালের গ্রামবাসীরা সবাই এবং পুরুষ লাঠি হাতে নদী বাদে পাহারা দিতে থাকে  বনদপ্তর লঞ্চে করে নদীতে পাহারায়। তবে বাঘের অবস্থান কি পায়ের ছাপ দেখে বোঝার চেষ্টা করছে বন দপ্তর। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow