কান - এ থেকেই ৪৮ এ পা সিদ্দিকির
হ্যান্ডসাম লুক নেই, হিরো সুলভ চেহারা নেই তাঁর, যেটি আছে সেটি হলো অভিনয়ের দক্ষতা। বজরঙ্গী ভাইজান থেকে গ্যাংস অফ ওয়াসিপুর সবেতেই মিলেছে তাঁর দক্ষ অভিনয়ের প্রমান। আজ, ১৯ শে মে, এই প্রজন্মের অন্যতম সেরা প্রতিভাবান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির জন্মদিন। আজ তাঁর জন্ম দিবসে ইউ বাংলা টিভির তরফ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা। আমির খানের 'সরফরোশ' ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় দিয়ে শুরু তার বলিউডে যাত্রা। এছাড়া রাম গোপাল বর্মার 'স্কুল' ছবিতেও দেখা যায় তাঁকে। কিন্তু তাঁর কেরিয়ারে মোর ঘুরিয়ে দেয় সুজয় ঘোষের 'কাহিনী' ছবির ইনস্পেক্টর খানের চরিত্র। অভিনেতা ২০১২ থেকে প্রায় পর পর ছয় বার নিজের জন্মদিন কান চলচ্চিত্র উৎসবে কাটিয়েছেন। 'মনসুন শ্যুটআউট', 'বোম্বে টকিজ', 'সাইকো রামন' - এর মতো তাঁর একাধিক ছবি খ্যাতির শিখরে পৌঁছেছে। গোটা পৃথিবীতে নওয়াজউদ্দিন সিদ্দিকি একমাত্র অভিনেতা, যাঁর আটটি ছবি কান ফিল্ম ফেস্টিভালে মনোনীত ও প্রদর্শিত হয়। এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড থেকে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ফিল্মফেরায় অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং এক্টর এছাড়াও অসংখ্য অ্যাওয়ার্ড রয়েছে তাঁর ঝুলিতে।
What's Your Reaction?