নিছক সমুদ্র অভিযানে গিয়ে আবিষ্কৃত হল গুপ্তধনের ভাণ্ডার : U Bangla TV #discovery

নিছক সমুদ্র অভিযানে গিয়ে আবিষ্কৃত হল গুপ্তধনের ভাণ্ডার : U Bangla TV #discovery

Jul 31, 2024 - 15:37
 0  1

নিছক সমুদ্র অভিযানে গিয়ে আবিষ্কৃত হল গুপ্তধনের ভাণ্ডার। ঊনবিংশ শতাব্দীতে ডুবে যাওয়া এক জাহাজের সন্ধান পেল ব্রিটেনের এক ডুবুরি দল। জাহাজে সন্ধান চালিয়ে মূল্যবান সামগ্রীর পাশাপাশি পাওয়া গেল ১৭৫ বছরের পুরনো প্রচুর শ্যাম্পেনের বোতল। শত শত বছর ধরে সমুদ্রতলে পড়ে থাকা এই শ্যাম্পেনের দাম যে কার্যত অমূল্য তা বলার অপেক্ষা রাখে না।

গত ১১ জুলাই বাল্টিক সাগরে অবস্থিত ওল্যান্ড দ্বীপের দক্ষিণ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ডুব দিয়েছিলেন ২ ডুবুরি। প্রায় ২ ঘণ্টা ধরে সেখানে অনুসন্ধান চালাচ্ছিলেন তাঁরা। সেখানেই তাঁদের নজরে পড়ে একটি ডুবন্ত জাহাজ। একটি ডাইভিং গ্রুপের সদস্য ছিলেন এই দুজন। বিষয়টি নজরে পড়ার পর নিজেদের গ্রুপকে বিষয়টি জানায় তাঁরা। এর পর সেখানে হাজির হয় ৪০ জন ডুবুরির একটি দল। ওই দলের প্রধান টমস স্টাচুরা বলেন, সমুদ্রের প্রায় ১৯০ ফুট গভীরে ওই জাহাজে সন্ধান চালিয়ে পাওয়া গিয়েছে সেল্টার নামের এক জার্মান ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বোতল ও প্রচুর পরিমাণ শ্যাম্পেন। উনিশ শতকের ওই জাহাজটি কার্যত ভাল অবস্থাতেই রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow