মাধ্যমিক ২০২৩ এর মেধা তালিয়ায় জেলায় জেলায় পড়ুয়ার দাপট
শুক্রবার সকাল ১০ টায় সাংবাদিক সম্মেলন করে ৭৫ দিনের মাথায় মাধ্যমিক ২০২৩ এর ফল ঘোষণা করলেন রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি। পাসের হার গত বছরের তুলনায় সামান্য কম, এমনটাই জানালো মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকে ৬৯৭ পেয়ে গোটা পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে কাটোয়ার দেবদত্তা মাঝি, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ দেখছে সে। ৬৯১ পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে বর্ধমানের শুভম পাল ও রিফত হাসান সরকার এবং তৃতীয় স্থান অধিকার করেছে সারভার ইমতিয়াজ, সৌম্যজিৎ মল্লিক, অর্ক মন্ডল। প্রথম দশে স্থান নিয়েছে বিভিন্ন জেলা থেকে ১১৮ জন। এবছর মাধ্যমিক দিয়েছিলো, ছয় লাখ আটানব্বই হাজার ছয়শো আঠাশ জন এবং পাসের হার ৮৬.১৫ শতাংশ। পাসের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কালিম্পঙ এবং তৃতীয় স্থানে কলকাতা। ইউ বাংলা টিভি তরফ থেকে প্রত্যেক সফল এবং কৃতি ছাত্রছাত্রীদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা।
What's Your Reaction?