Weather

Apr 18, 2023 - 19:21
 0  3


আজ দুপুর আড়াইটা পর্যন্ত শ্রীনিকেতনে ৪২.৪
বাঁকুড়া ৪৩.৬
আসানসোল ৪২.৮
মালদা ৪২.২
কলকাতা ও দমদম ৩৯
আলিপুর ৩৮

বেশ কিছু জায়গায় ৪০এর উপর তাপমাত্রা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি আগামী ২০ তারিখ পর্যন্ত বজায় থাকবে। পুরুলিয়া বাঁকুড়া আজ এবং আগামীকাল সিবিয়ার তাপ প্রবাহের সতর্কবার্তা। বাকি ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে ৪৮ ঘন্টা পর থেকে সিবিয়ার তাপপ্রবাহ সতর্কবার্তা। কলকাতা হুগলি বাদ দিয়ে বাদবাকি জেলাতে হালকা তাপপ্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া ঝারগ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বিরভূম এবং মুর্শিদাবাদে ২১ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা। ২২ তারিখ থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, নদীয়া ,পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া তে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং আজ ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা। কুড়ি তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত উপরে যে পাঁচটি জেলা জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। #youtube #weather #weathernews #weatherreport #weatherupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow