Purulia : উচ্চমাধ্যমিক পরীক্ষাকে ঘিরে চলছে বেশ কয়েকটি নিয়ম : U Bangla TV
Purulia : উচ্চমাধ্যমিক পরীক্ষাকে ঘিরে চলছে বেশ কয়েকটি নিয়ম : U Bangla TV
আজ থেকে শুরু এ বছরের ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা ঘিরে চলতি বছরে বেশ কয়েকটি নিয়ম এসেছে। এগিয়ে এসেছে পরীক্ষার সময়ক্ষণ। ফলে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের, স্কুলে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু নিয়ম। পূর্ব নির্ধারিত সূচি বদল করেছে মধ্যশিক্ষা পর্ষদ, এগিয়ে এসেছে পরীক্ষার সময়।সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। সারা রাজ্যের ন্যায়, পুরুলিয়া জেলার পাশাপাশি বরাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বরাবাজার বালিকা বিদ্যালয় , বামুনডিহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে -- উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেল। বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট তথা বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, লোম্বদর মাহাতো জানান- ক্যাম্পাসে প্রবেশ এডমিট কার্ড দেখে। পরীক্ষার হলে-- এডমিট কার্ড, পরীক্ষার পাতা, কলম নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে । বিশেষ করে মোবাইল ফোন চেক করা হচ্ছে । মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষেধ রয়েছে। তিনি সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান । শান্তি-শৃংখলভাবে যেন ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় ,তা প্রশাসন ও স্কুলের শিক্ষকের কাছে আবেদন রাখবেন বলে জানান তিনি। পরীক্ষা চত্বরের ক্যাম্পাসে--- কোন অভিভাবকদের ঢুকতে দেওয়া নিষেধ রয়েছে বলে জানান হয় । রয়েছে বরাবাজার থানার পুলিশ প্রশাসন । যাতে কোনরকম ভাবে পরীক্ষার্থীদের অসুবিধা না হয় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সমস্ত পরীক্ষাকেন্দ্রেই পুলিশী সহায়তা বুথ রয়েছে।।। #purulia #purulianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?