Siliguri: ডেঙ্গুর লাগাম টানতে জেলা শাসককে নিয়ে মেয়রের প্রশাসনিক বৈঠক | U Bangla TV
Siliguri: ডেঙ্গুর লাগাম টানতে জেলা শাসককে নিয়ে মেয়রের প্রশাসনিক বৈঠক | U Bangla TV
গত বারের ভুলের খেশারত গুনতে হচ্ছে এখনও। গত বছর যে ভাবে ডেঙ্গু মহামারির আকার ধারন করেছিল তা নিয়ে পুরনিগমের দিকে গাফিলতির আঙ্গুল তুলেছিল জন সাধারন সহ বিরোধীরা। তবে এবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে নারাজ পুরনিগম। আর সেই কারনেই যুদ্ধকালীন তৎপরতায় একে নির্মুল করতে ময়দানে নেমেছেন মেয়র গৌতম দেব।শনিবার দার্জিলিংয়ের জেলা
শাসক এস পুন্নমবল্লাম সহ জেলার স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে শিলিগুড়ি পুরনিগমে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তিনি জানান, এবার কড়া হাতে ডেঙ্গু মোকাবিলা করা হবে। পরিত্যক্ত ফাঁকা জায়গা দ্রুত পরিষ্কার করার জন্য জমির মালিককে নির্দেশ দেন। প্রয়োজনে আইনি ব্যাবস্থা গ্রহনেরও হুশিয়ারি দেন।অন্যদিকে একজন ডেঙ্গু সংক্রমিত হলে তার আশেপাশে ১০০ টি বাড়িকে গুরুত্ব সহকারে দেখার কথা জানান তিনি। যেহেতু অগাস্ট মাস থেকেই ডেঙ্গুর বার বারন্ত দেখা যায়, সেই কারনে সচেতনতা মুলক প্রচারের পাশাপাশি ১৭ই অগাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন দিবস পালন করবে পুরনিগম। @ubanglatvofficial
What's Your Reaction?