Tripura : বংলার পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হলো শহীদ দিবস
Tripura : বংলার পাশাপাশি ত্রিপুরাতেও পালিত হলো শহীদ দিবস
ত্রিপুরায় ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস !
১৯৯৩ সালের ২১ শে জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন। সেই মহাকরণ অভিযানকে কেন্দ্র করে পুলিশের গুলি চালনায় ১৩ জন যুবকের মৃত্যু হয়েছিল। সেই থেকে তৃণমূল কংগ্রেস ২১শে জুলাই শহীদ দিবস হিসাবে পালন করে আসছে। তারই অঙ্গ হিসেবে শনিবার আগরতলা চিত্তরঞ্জন রোডস্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবন প্রাঙ্গনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু সাহা, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী পান্না দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যুব সহ-সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। #banglanews #newslive #newstoday #breakingnews #today_breaking_news #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?