Tripura | ত্রিপুরায় পেঁয়াজের দাম আকাশছোঁয়া! নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের | U Bangla TV
Tripura | ত্রিপুরায় পেঁয়াজের দাম আকাশছোঁয়া! নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের | U Bangla TV
উৎসবের মরশুমে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা সহ ত্রিপুরার আটটি জেলাতেই মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। কোন ধরনের কারণ ছাড়াই একাংশ কালোবাজারিরা বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে পকেট কেটে চলেছে সাধারণ ক্রেতাদের। আর এতে করে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষদের। যদিও এই কালোবাজারিদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান নেই। বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে মহকুমা প্রশাসনের কোন উদ্যোগ নেই। আগরতলার মহারাজগঞ্জ বাজারে পেঁয়াজের দাম আগে ছিল ৫০ টাকা। এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৭০ টাকা কিলো করে। পেঁয়াজ বাজারের এক দোকানি বলেন, তাদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। কিন্তু, জনসাধারণের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের মূল্য আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন খুচরো পেঁয়াজ বিক্রেতারা।
What's Your Reaction?