Howrah : সকাল থেকেই মানুষের ঢল হাওড়া স্টেশনে

Howrah : সকাল থেকেই মানুষের ঢল হাওড়া স্টেশনে

Jul 21, 2023 - 18:23
 0  14

২১ জুলাইয়ের উন্মাদনা আবেগ তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়ায়। হাওড়া স্টেশনের বাইরে খোলা হয়েছে ক্যাম্প। গতকাল প্রায় ৩৫ হাজার কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় হাওড়ায়। আজ সকাল থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী হাওড়া স্টেশন থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। বেলায় হাওড়া থেকেও রওনা হবে বিশাল মিছিল। সেখানেও কর্মীরা আসতে শুরু করেছেন। উত্তর হাওড়ার সালকিয়াতে উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম চৌধুরীর তত্ত্বাবধানে গতকাল প্রায় ৩০-৩৫ হাজার মানুষের রান্নাবান্নার ব্যবস্থা করা হয়। সন্ধ্যেবেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা উত্তর হাওড়ার শ্রীরাম বাটিকা এবং শ্যাম গার্ডেন দুটি জায়গাতে আসেন। সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়। প্রসঙ্গত, ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার জনসভায় যোগ দিতে ইতিমধ্যেই গত তিনদিন ধরে বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে এসেছেন হাজার হাজার মানুষ। গোটা স্টেশন চত্বর সাজানো হয়েছে। খোলা হয়েছে ক্যাম্প। রয়েছে বাসের ব্যাবস্থা। আজ লঞ্চে প্রচুর মানুষ ধর্মতলার সমাবেশে যাচ্ছেন। হাওড়া ব্রিজ ধরেও পায়ে হেঁটে অনেক কর্মী সমর্থকেরা ধর্মতলায় আসছেন। #newstoday #banglanews #newslive #breakingnews #howrah #kolkatanews #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow