Burdwan : শের আলী চললেন ব্রিগেডের পথে
Burdwan : শের আলী চললেন ব্রিগেডের পথে
শুক্রবার ২১জুলায়ের উদ্দেশ্যে বর্ধমান স্টেশনে অসংখ্য তৃণমূল কর্মীদের মধ্যে নজর কেড়েছেন শের আলী তাঁর অভিনব চুলের ছাট একদিকে লেখা অভিষেক অন্যদিকে মমতা রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে।বর্ধমান স্টেশনে সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যাম্প করা হয়।সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস,তৃনমূল নেতা ইফতেকার আহমেদ সহ দলের অনান্য কর্মী সমর্থকেরা।সাধারণ তৃনমূল কর্মী সমর্থকদের ব্যাচ দেওয়া হয় ক্যাম্প থেকে । এদিন ট্রেনে চেপে উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের কর্মী সমর্থকেরা।পাশাপাশি বর্ধমান স্টেশনে জি,আর,পি এর পক্ষ থেকে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয় নিরাপত্তার জন্য, এত কিছুর মধ্যে নজর কাড়লো এক তৃণমূলের সক্রিয় কর্মী,পূর্ব বর্ধমান ২১ শে জুলাই শহীদ সভায় যোগদান করতে শের আলী। বর্ধমান পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা শের আলী দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেসর সাথে যুক্ত ছিলে ১৯৯৮ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর থেকে রাজ্য, জেলার বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত অনুষ্ঠানে যোগদান করেন।গত আট বছর ধরে কোলকাতার শহীদ স্মরণে উপস্থিত থাকেন শের আলী।এবছও ধর্মতলার শহীদ স্মরণে গেলেন শের আলী। এবারে তিনি মাথায় চুল কেটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম লিখেছেন। এই ভাবে আট বছর ধরে ২১শে জুলাই সভায় যোগ দিতে যান শের আলি। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচীতে তাকে দেখা যায়। শের আলী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় খাঁটি সোনা তারা যদি পায়ে হেঁটে সব জায়গায় যেতে পারে তবে আমি পরবো না কেন। শের আলী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য যখন এতো কিছু করছেন তাদের জন্য আমার শখ হয় আমি তাদের জন্য কিছু করি আর সেই কারনেই মাথার চুল কেটে এই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম লেখা এবং তৃণমূলের প্রতীক চিহ্ন আঁকা। #banglanews #newslive #newstoday #breakingnews #burdwan #tmc #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?