Tripura | পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে ফের ময়দানে ত্রিপুরার খাদ্য দপ্তর | U Bangla TV
Tripura | পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে ফের ময়দানে ত্রিপুরার খাদ্য দপ্তর | U Bangla TV
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে ফের ময়দানে আগরতলা সদর মহকুমা প্রশাসন ও ত্রিপুরা খাদ্য দপ্তর!
ত্রিপুরায় বাজারে যেভাবে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে তাতে করে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। বিশেষ করে পেঁয়াজের দাম যেভাবে একলাফে অনেকটা বৃদ্ধি পেল তাতে করে বাজার থেকে পেঁয়াজ ক্রয় করতে গিয়ে সাধারণ মানুষের যেন চোখে জল আসছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে এবং কালো বাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাজারগুলিতে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে আগরতলা সদর মহকুমা প্রশাসন ও ত্রিপুরার খাদ্য দপ্তর। আগরতলা সদর ডেপুটি কালেক্টর রঞ্জিত কুমার দাস এবং ত্রিপুরার খাদ্য দপ্তরের আধিকারিক নির্মল অধিকারীর নেতৃত্বে এক প্রশাসনিক প্রতিনিধি দল আগরতলা মহারাজগঞ্জ বাজারের পাইকারি ও খুচরো দোকানগুলিতে অভিযান চালিয়ে পেঁয়াজের দাম যাচাই করে দেখতে পান বাজারে পেঁয়াজের কোন অভাব নেই। তাই বাজার যাচাই করেই পেঁয়াজ ক্রয় করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান রাখেন আগরতলা সদর মহকুমা প্রশাসন ও ত্রিপুরা খাদ্য দপ্তরের আধিকারিকরা। শুক্রবার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে আগরতলা মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী পাইকারি সমিতির উদ্যোগে পেঁয়াজের একটি কাউন্টার খোলা হয়। সেই কাউন্টার থেকে ৫৫ কেজি কিলো করে পেঁয়াজ পাওয়া যাবে বলে জানিয়েছেন ত্রিপুরার খাদ্য দপ্তরের আধিকারিক নির্মল অধিকারী।
What's Your Reaction?