Tripura | ফ্লিপকার্ট কর্তৃক হয়রানির শিকার এক যুবক | U Bangla TV
Tripura | ফ্লিপকার্ট কর্তৃক হয়রানির শিকার এক যুবক | U Bangla TV
জানা যায়, গত কিছুদিন পূর্বে সিপাহীজলা ত্রিপুরা জেলা মধ্য বক্সনগর এলাকার সাগর মিয়া নামে এক যুবক ফেসবুকে মোবাইলের মাধ্যমে ফ্লিপকার্ট থেকে একটি মোবাইল ফোন অর্ডার করে।যথারীতি অর্ডার অনুযায়ী শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় ই-কার্ট ডিস্ট্রিবিউটর অর্ডার করা প্যাকেটটি বক্সনগর চৌমুহনীতে নিয়ে আসে গ্রাহক সাগর মিয়াকে দেওয়ার জন্য। তখন গ্রাহক সাগর মিয়া মোবাইল ফোনের প্যাকেটটি হাতে নিয়ে প্যাকেট খুলে দেখতে পায় প্যাকেটের ভিতর বক্সের মধ্যে কিছু পেপার ও একটি পারফিউমের বোতল রয়েছে।এই বিষয়টি সাগর মিয়া নামে সেই যুবক দেখতে পেয়ে চমকিয়ে উঠে।তখন বিষয়টি সাথে সাথে সে ই-কার্ট ডিস্ট্রিবিউটরদের জানালে তারা এটি ফেরত দিতে নারাজ।তখন মুহুর্তের মধ্যেই সাগর মিয়া নামে সেই যুবকের পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা ঘটনাস্থলে ভীড় জমায় ।অবশেষে মানুষের চাপে পড়ে ই-কার্ট ডিস্ট্রিবিউটাররা গ্রাহক সাগর মিয়ার টাকা ফেরত দিতে বাধ্য হয়। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, এইভাবে যদি অনলাইনে সাধারণ মানুষ প্রতারণার শিকার হয় তাহলে কি করে অনলাইন থেকে মানুষ জিনিস কেনবে।
What's Your Reaction?