Tripura : দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত বৃদ্ধা সহ উনার ছেলে : U Bangla TV
Tripura : দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত বৃদ্ধা সহ উনার ছেলে : U Bangla TV
জানা গেছে, সিপাহীজলা ত্রিপুরা জেলা মেলাঘর থানার অন্তর্গত ,মোহনভোগ এলাকার রাবিয়া বিবি দীর্ঘ ৩০ বছর ধরে নিজের জমিতে ঘর বানিয়ে বসবাস করে আসছিল। হঠাৎই একই এলাকার মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেনের নজর পড়ে ওই ১০০ বছর বয়সী বৃদ্ধা রাবিয়া বিবির জমিতে। মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছিল বৃদ্ধা মহিলার জমিটি নিজেদের কব্জা করার জন্য। কিন্তু, কোনভাবেই তা সম্ভব হয়ে উঠছিল না। পরবর্তী সময়ে বৃহস্পতিবার মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেন তাদের দলবল নিয়ে ওই বৃদ্ধা মহিলা সহ উনার ছেলে আবুল কালাম এর সাথে ঝগড়া-বিবাদ শুরু করে। একসময় মুখলেস মিয়া ও তার ছেলে তাদের দলবল নিয়ে আক্রমণ চালায় আবুল কালামের উপর। ছেলেকে বাঁচাতে ১০০ বছরের বৃদ্ধা রাবিয়া বিবি এগিয়ে আসলে, উনার উপরেও দুষ্কৃতিকারীরা আক্রমণ করে। পরে স্থানীয় এলাকাবাসীরা প্রতিবাদ জানাতেই, দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। পরে আক্রান্তকারী আবুল কালাম , রাতেই অভিযুক্ত মুখলেস মিয়া ও তার ছেলে মুক্তল হোসেনের বিরুদ্ধে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত আবুল কালাম দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো সহ দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি উঠেছে। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?