Tripura : দু'চোখে জল নিয়ে পুত্র এবং পুত্রবধূর শাস্তি চাইলেন অসহায় বৃদ্ধা মা : U Bangla TV
Tripura : দু'চোখে জল নিয়ে পুত্র এবং পুত্রবধূর শাস্তি চাইলেন অসহায় বৃদ্ধা মা : U Bangla TV
সত্যি এই যুগের কিছু সন্তানরা বড়ই নিষ্ঠুর। তাদের গর্ভধারিনী মা বৃদ্ধ হলে সেসব সন্তানদের কাছে বোঝা হয়ে যায়, আর তখনই বৃদ্ধা মাকে ঘর থেকে বের করতে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। ঠিক এমনই একটি ঘটনা পরিলক্ষিত হল সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চরিলাম পরিমল চৌমহনি এলাকায়। যে মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে সন্তানকে জন্ম দিয়েছেন, আজ সেই পুত্র এবং পুত্রবধূর শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে, বাড়ি ছেড়ে বের হয়ে যায় আশ্রয়ের খোঁজে। এক বৃদ্ধা মা গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর থেকে অজানা পথে হাঁটতে হাঁটতে চলে আসেন চরিলাম পরিমল চৌমুহনি এলাকায়। বৃদ্ধা মায়ের এই করুন অবস্থা দেখে ওই এলাকার এক ব্যবসায়ী, ওই অসহায় বৃদ্ধা মা'কে কিছু জিজ্ঞাসা করতেই নিজের পুত্র এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে ব্যবসায়ী সান্তনু ভৌমিক ওই বৃদ্ধা মায়ের চরম কাহিনীর কথা শুনে বৃদ্ধা মা'কে নিজের দোকানে বসিয়ে খাবার দেন। এত রাতে এই বৃদ্ধা মা'কে নিয়ে কি করবেন, সেই দুশ্চিন্তায় ব্যবসায়ী সান্তনু ভৌমিক বিশ্রামগঞ্জ থানার পুলিশকে খবর দেয়। পুলিশের সামনেও কাঁদতে কাঁদতে-- নিজের আদরের সন্তান লক্ষণ দাস এবং পুত্রবধূর অমানবিক নির্যাতনের কথা তুলে ধরেন তিনি । বৃদ্ধা মায়ের এই চরম কাহিনীর কথা শুনে, পুলিশও রীতিমত বাকরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ওই অসহায় বৃদ্ধা মা'কে-- বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায়। পরে স্থানীয় সাংবাদিকরা, রাতে বিশ্রামগঞ্জ থানায় খবর নিয়ে জানতে পারে-- সমস্ত আইনি প্রক্রিয়া শেষে-- অসহায় ওই বৃদ্ধা মা'কে উদয়পুর বাগমা ফাঁড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। দু'চোখে জল নিয়ে-- অসহায় ওই বৃদ্ধা মা নিজের পুত্র এবং পুত্রবধূর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট। #Tripura #Tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?