Tripura : আগরতলা রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ট্রেন যাত্রীরা : U Bangla TV
Tripura : আগরতলা রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ট্রেন যাত্রীরা : U Bangla TV
ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা বাধারঘাট স্থিত রেলওয়ে স্টেশন ত্রিপুরার একটি প্রধান রেলওয়ে স্টেশন বলা যেতে পারে। কিন্তু, এবার আগরতলার এই রেলওয়ে স্টেশনেই ঘটলো এক আজব কান্ড। প্রত্যেকদিনের ন্যায় বুধবারও ভোর ৫টা ২৫ মিনিটে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরের একটি ডেমু ট্রেন ছিল। সেই মোতাবেক শতশত ট্রেন যাত্রী আগরতলা থেকে উদয়পুর যাওয়ার জন্য ভোর আনুমানিক ৪টা থেকেই আগরতলা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ভিড় জমায়। কিন্তু, ভোর আনুমানিক ৪টা থেকে শতশত ট্রেন যাত্রীরা টিকিটের আশায় বসে থেকে ট্রেন চলে আসলেও খুললো না টিকিট কাউন্টার। যার ফলে রেলওয়ে স্টেশন কতৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার কারনে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তির শিকার হতে হয় শতশত ট্রেন যাত্রীদের। যার ফলে লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেন যাত্রীদের মধ্যে একপ্রকার ক্ষোভের সঞ্চার হয়। অবশেষে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ট্রেন আসায় তখনও টিকিট কাউন্টার না খোলায় একপ্রকার বাধ্য হয়েই বিনা টিকিটেই আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন যাত্রীরা। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আগরতলা রেলওয়ে স্টেশন কতৃপক্ষের ভূমিকা নিয়ে নানা প্রশ্নচিহ্নের দেখা দিচ্ছে? #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?