Tripura : আগরতলায় ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে মহা গীতাযজ্ঞ : U Bangla TV
Tripura : আগরতলায় ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে মহা গীতাযজ্ঞ : U Bangla TV
রবিবার আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে ত্রিপুরা মেডিক্যাল এস্ট্রোলজিক্যাল রিসার্চ ফ্র্যাটারনিটি উদ্যোগে মহা গীতাযজ্ঞের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার সোমা চৌধুরী সহ ত্রিপুরা মেডিক্যাল এস্ট্রোলজিক্যাল রিসার্চ ফ্র্যাটারনিটি'র সমস্ত সদস্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডাক্তার সোমা চৌধুরী বললেন, আজকের এই গীতাযজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা। গীতাযজ্ঞের মাধ্যমে পরিবেশ পরিশুদ্ধ হয়। গীতাযজ্ঞ করলে সম্পর্কগুলি সুন্দর হয়, আয়ু বৃদ্ধি হয়, আত্ম অনুশাসন, আত্মশক্তি বাড়ে। বৈজ্ঞানিক সিদ্ধান্ত অনুসারে গীতাযজ্ঞ হচ্ছে এক অদ্ভুত বিজ্ঞান। যার মাধ্যমে আমরা সার্বিক দিক দিয়ে উপকৃত হতে পারি।
#tripuranews #newstoday #banglanews #tripura @ubanglatvofficial
What's Your Reaction?