Tripura : জলমগ্ন বিশালগড় থানা : U Bangla TV

Tripura : জলমগ্ন বিশালগড় থানা : U Bangla TV

Feb 23, 2024 - 16:58
 0  1

থানা নয় এযেন বরং ত্রিপুরার একমাত্র জলপ্রাসাদ নীরমহল। এক পশলা বৃষ্টিতে রূপ পরিবর্তীত হয়ে নীরমহলের মতো জল প্রাসাদে পরিনত হয়েছে সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় থানা। ত্রিপুরার ঐতিহ্যবাহী জলপ্রাসাদ নীরমহলের প্রতিষ্ঠাতা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য হলেও বিশালগড় থানাকে নীরমহলের রূপ দিয়েছে বিশালগড় পুর পরিষদ। এর কারন খুঁজতে গিয়ে জানা গেছে, বিশালগড় শহরে দিন দিন জন ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় আশপাশের জমি ভরাট করে নতুন অনেক দোকান ও বাড়ি নির্মিত হয়েছে। ফলে, বিশালগড় থানার বর্তমান ভবনগুলি বহু পুরাতন হওয়ায় আশপাশের বাড়িঘর গুলি থেকে থানাটি অনেকটাই নিচুতে অবস্থিত। এই অবস্থায় বিশালগড় থানার একমাত্র জল নিষ্কাসনের মাধ্যম ছিল থানার পেছনে থাকা বিশালগড়ের ডাক-বাংলোর পুকুরটি। সম্প্রতি বিশালগড় পুর পরিষদ কর্তৃক নতুন ভবন নির্মানের জন্য এই পুকুরটিকে ভরট করে ফেলা হয়। এর ফলে বৃহস্পতিবার রাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন হয়ে যায় বিশালগড় থানা। খবর পেয়ে শুক্রবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জলমগ্ন থানা পরিদর্শন করেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। বিধায়ক সুশান্ত দেব বলেন, এই বিষয়ে পুর পরিষদের বাস্তুকারদের সাথে কথা হয়েছে। অতিসত্বর থানার জল নিষ্কাশনের ব্যবস্থা স্বাভাবিক করা হবে। #tripura #tripuranews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow