প্রথম পর্যায়ে ৫০ কোটি টাকা অর্থ বরাদ্দ করার কথা ঘোষণা করেন মমতা | U Bangla TV
মালদহ ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠক শেষ করে আজ অর্থাৎ শুক্রবারই সমশেরগঞ্জের গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, শুক্রবার সরেজমিনে সমশেরগঞ্জের গঙ্গা ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সমশেরগঞ্জের গঙ্গা ভাঙনের জন্য যে অত্যন্ত দ্রুত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা প্রয়োজন, সেই বিষয়টি উল্লেখ করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তিনি। শুধু তাই নয়, গত বছর নীতি আয়োগের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দল পাঠিয়েছিলেন, তার নথিপত্রের বিষয়বস্তুর মধ্যেও সমশেরগঞ্জের গঙ্গা ভাঙনের বিষয়টি উল্লেখ করা হয়েছিল বলে নবান্ন সূত্রে খবর।
গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকেও গঙ্গা ভাঙন নিয়ে উদ্বেগপ্রকাশ করেন। এদিন মালদহ জেলায়, মালদহ ও মুর্শিদাবাদ এই দুই জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে ভাঙন প্রতিরোধের জন্য প্রথম পর্যায়ে ৫০ কোটি টাকা অর্থ বরাদ্দ করার কথা ঘোষণা করেন মমতা।
What's Your Reaction?