Tripura : রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো : U Bangla TV
Tripura : রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো : U Bangla TV
অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা!সোমবার ২২শে জানুয়ারি উত্তর প্রদেশে অযোধ্যায় ৫০০ বছরের বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় রাম মন্দির উদ্ধোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা'কে কেন্দ্র করে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী ত্রিপুরা জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রথমত মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেন, তারপর মায়ের মন্দিরের পাশে থাকা শিব মন্দিরে পুজো দেন। পাশাপাশি মন্দির স্বচ্ছতা কার্যক্রম এবং মায়ের মন্দির চত্বরে এক হাজার প্রদীপ প্রজ্জ্বলন করেন তিনি। মুখ্যমন্ত্রীর এদিন উদয়পুর মাতাবাড়ি সফরকে কেন্দ্র করে গোটা মাতাবাড়ি চত্বরে নিরাপত্তা বাহিনীর মোতায়েন ছিল বেশ জোরদার। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?