Tripura : হৃদরোগের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে আগরতলা জিবিপি হাসপাতালে : U Bangla TV
Tripura : হৃদরোগের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে আগরতলা জিবিপি হাসপাতালে : U Bangla TV
ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে আগরতলা জিবিপি হাসপাতাল ও আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কার্ডিয়লজি বিভাগের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন ডাক্তার অনিন্দ্য সুন্দর ত্রিবেদী। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন ডাক্তার রাকেশ দাস ও আগরতলা গর্ভমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার অনুপ সাহা। ডাক্তার অনিন্দ্য সুন্দর ত্রিবেদী বলেন, ২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এখনো পর্যন্ত আগরতলা জিবিপি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ৭০ জনের অধিক রোগীর এনজিওগ্রাফি করা হয়েছে। ৩০ থেকে ৩৫ জন রোগীর এনজিওপ্লাস্টি করা হয়েছে। ২২ জন রোগীর বুকে স্পেস মেকার বসানো হয়েছে।হৃদরোগ চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে আগরতলা গভর্মেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতাল। চলতি বছরে ১২০ টির উপর হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার অনিন্দ্য সুন্দর ত্রিবেদী। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?