Tripura : স্কুল মাঠে কোনরকম পার্কিং জোন হবে না বললেন মেয়র দীপক মজুমদার : U Bangla TV
Tripura : স্কুল মাঠে কোনরকম পার্কিং জোন হবে না বললেন মেয়র দীপক মজুমদার : U Bangla TV
আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল মাঠে কোনরকম পার্কিং জোন হবে না! বললেন মেয়র দীপক মজুমদার!আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল মাঠে পার্কিং করা নিয়ে পষ্টিকরণ দিলেন আগরতলা ত্রিপুরা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, আগরতলা শহরকে যানজটমুক্ত করতে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় পার্কিং করা নিয়ে চিন্তা ভাবনা করছে পৌর নিগম। কিছুদিন পূর্বে আগরতলা ত্রিপুরা পৌর নিগমের তরফে এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে প্রাথমিকভাবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলে আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা চালু করা নিয়ে আলোচনা হয়। সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা সম্মতি দেয়নি। ফলে সেখানে কোন ধরনের আন্ডারগ্রাউন্ড পার্কিং করা হবে না বলে সিদ্ধান্ত নেয় পৌর নিগম । ত্রিপুরা সরকার আগরতলা নেতাজী সুভাষ বিদ্যানিকেতন স্কুলের উন্নতি নিয়ে জল নিকাশি ব্যবস্থার জন্য ৪ কোটি টাকা এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য ২ কোটি টাকা ব্যয় করার ঘোষণা ইতিমধ্যে দিয়েছে। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?