Siliguri : সবুজ সাথী সাইকেলে রাম মন্দির দর্শনে অযোধ্যার অভিমুখে : U Bangla TV
Siliguri : সবুজ সাথী সাইকেলে রাম মন্দির দর্শনে অযোধ্যার অভিমুখে : U Bangla TV
লুকসান থেকে সবুজ সাথীর সাইকেল চালিয়ে রাম মন্দির দর্শনে অযোধ্যার পথে পাড়ি দিলেন ১৮ বছরের যুবক মানব বিশ্বাস। আগামী ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধনের আগেই নিজের আশা পূরণে সাইকেলে সওয়ার হয়ে অযোধ্যায় যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।মানব বিশ্বাসের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি দিনমজুরের কাজে যোগ দেন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু থেকেই তিনি মোবাইল ও সংবাদপত্রের মাধ্যমে এ বিষয়ে খোঁজখবর রাখতে শুরু করেন।ট্রেন বা প্লেন অথবা বাস থাকতে সাইকেলে কেন? এই প্রশ্নের উত্তরে মানব বিশ্বাস বলেন কষ্ট না করলে কেষ্ট মেলে না। ভগবানকে পেতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে।তার যাত্রাপথের খরচ জোগাতে বন্ধুরা চাঁদা তুলেছে। সেই টাকা নিয়েই তিনি অযোধায় যাচ্ছেন।মানব বিশ্বাসের মা মালতী মণ্ডল বিশ্বাস বলেন ছেলে খুব ছোট থেকেই রাম ভক্ত। মোবাইলে রামায়ণ ও মহাভারত সব কিছুই দেখে ফেলেছে। ভগবান রামের স্তোত্রও ওঁর মুখস্থ। #siliguri #siligurinews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?