Tripura : ৪৬ তম ককবরক ভাষা দিবসে ত্রিপুরায় উপজাতি মানুষদের র‍্যালি : U Bangla TV

Tripura : ৪৬ তম ককবরক ভাষা দিবসে ত্রিপুরায় উপজাতি মানুষদের র‍্যালি : U Bangla TV

Jan 19, 2024 - 19:55
 0  12

৪৬ তম ককবরক ভাষা দিবসে ত্রিপুরায় উপজাতি মানুষদের র‍্যালি!শুক্রবার ১৯শে জানুয়ারি ত্রিপুরার উপজাতি মানুষদের ৪৬ তম ককবরক ভাষা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রাটি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে গোটা আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে , পরবর্তী সময়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং প্রেক্ষাগৃহে ৪৬ তম ককবরক ভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, ত্রিপুরা প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন, ১৯শে জানুয়ারী ১৯৭৯ সালের আজকের দিনটিতেই ত্রিপুরাতে ককবরক ভাষা একটি আনুষ্ঠানিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছিলো। ৪৬তম ককবরক ভাষা দিবসে জাতি-জনজাতি সকল অংশের ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় । এই দিনটি ভ্রাতৃত্ববোধ ও বিকাশ নিয়ে আসুক ত্রিপুরায় বললেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। #tripura #tripuranews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow