Tripura : দিব্যাঙ্গজনরা কখনোই অক্ষম নন : U Bangla TV
Tripura : দিব্যাঙ্গজনরা কখনোই অক্ষম নন : U Bangla TV
দিব্যাঙ্গজনরা কখনোই অক্ষম নন, তাঁরা বিশেষ ভাবে সক্ষম! বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা! আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে প্রথমবারের মতো দিব্যাঙ্গজনদের নিয়ে খেলা ত্রিপুরা প্যারা গেমস- ২০২৩ এর শুভ সূচনা হলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে। উপস্থিত ছিলেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন,দিব্যাঙ্গজনরা কখনোই অক্ষম নন, তাঁরা বিশেষভাবে সক্ষম। আজ দেশের মুল ধারায় সকল ক্ষেত্রেই দিব্যাঙ্গজনদের অবদান অনস্বীকার্য। ত্রিপুরায় ক্রীড়াক্ষেত্রেও তাঁদের প্রতিভাকে তুলে ধরবে খেলো ত্রিপুরার এই বিশেষ উদ্যোগ।এই উদ্বোধনী পর্বে বিভিন্ন হোমের দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীদের দারুণ সংস্কৃতিক পরিবেশনায় তিনি মুগ্ধ। তাঁদের প্রতিভায় কোন ঘাটতি নেই। কেন্দ্রীয় ও ত্রিপুরা সরকার যেভাবে দিব্যাঙ্গদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে এতে নিশ্চিতভাবে তাঁরা অন্যদের মতই এগিয়ে যেতে পারবে। এই কার্য্যক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি দিব্যাঙ্গ ছাত্র-ছাত্রীদের হাতে চীফ মিনিস্টারস মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড তুলে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?