Tripura : অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরায় অনেক বেশি সামাজিক ভাতা দেওয়া হচ্ছে : U Bangla TV
Tripura : অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরায় অনেক বেশি সামাজিক ভাতা দেওয়া হচ্ছে : U Bangla TV
ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরায় অনেক বেশি লোককে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে! বললেন মন্ত্রী টিংকু রায়!শনিবার আগরতলা মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরায় অনেক বেশি লোককে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে। পরিমাণটা যেমন বেশি দুই হাজার টাকা করে সামাজিক ভাতা দেওয়া হয়, তেমনি সামাজিক ভাতার সংখ্যাটাও অনেক বেশি। পুরোনো যে স্কিমে ভাতা চলছিল যার মধ্যে পুরোনো পেনশন প্রায় ১ লক্ষ ৫১ হাজার ৩৪৮ জনকে কেন্দ্রীয় স্কিম থেকে ভাতা দেওয়া হয়ে থাকে। এবং ত্রিপুরা সরকারের যে পুরোনো ৩৩ টি স্কিম রয়েছে সেগুলি থেকে প্রায় ২ লক্ষ ২৯ হাজার ৩২০ জনকে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে। ২০২৩ সালে নতুন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী সহায়ক ৩০ হাজার লোককে আরো সামাজিক ভাতা দেওয়া হবে। আজ সেই নতুন ৩০ হাজার লোকের সামাজিক ভাতা ঘোষণা করা হয়েছে বলে মন্ত্রী টিংকু রায় জানিয়েছেন। #tripura #tripuranews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?