South 24 Pargana : বছর ঘোরার আগে 'গায়েব' সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি! বিপাকে চাষিরা : U Bangla TV

South 24 Pargana : বছর ঘোরার আগে 'গায়েব' সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি! বিপাকে চাষিরা : U Bangla TV

Dec 30, 2023 - 17:09
 0  4

দুর্গাপুর : লক্ষ্য ছিল সঠিক মূল্য দিয়ে চাষীদের কাছে সবজি কিনে ন্যায্য মূল্যে বিক্রি করা। চলতি বছরের শুরুতেই ২২শে জানুয়ারি উত্তর এবং দক্ষিণবঙ্গের দুটি জায়গায় শুরু হয়েছিল সুফল বাংলার প্রকল্প। কলকাতার রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের কাঁকসায় আটটি সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ির ভার্চুয়ালি উদ্বোধন করেন। কাঁকসার কৃষক বাজার থেকে সেই আটটি ভ্রাম্যমান সুফল বাংলার গাড়ি পৌঁছে যেত কাঁকসা এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের কৃষিজ এলাকায়। সেখানে চাষীদের কাছ থেকে টাটকা সবজি কেনা হত সঠিক মূল্য দিয়ে। তারপর সেই সবজি বিভিন্ন এলাকায় এলাকায় পৌঁছে যেত। পৌঁছে যেত সুফল বাংলার স্টল গুলিতেও। কয়েক মাস চাষিরা উপকৃত হয়েছিল। কিন্তু বছর ঘোরার আগেই 'গায়েব' হয়ে গেল ৬টি সুফল বাংলার গাড়ি। ফের কমদামে সবজি বিক্রি করে ক্ষতির মুখে চাষীরা। কাঁকসার বিদবিহারের চাষী উত্তম ঘোষ বলেন তাঁদের এলাকা থেকেই কুইন্টাল কুইন্টাল সবজি পৌঁছে যায় দুর্গাপুর শহরে। কিন্তু এত সবজি প্রায় কুড়ি কিলোমিটার দূরের বাজারে নিয়ে যেতে বহু টাকা ব্যয় হয়। সেই জন্য বাধ্য হয়ে কম দামেই ফোঁড়েদের বিক্রি করে দেন। শীতের মৌসুমে বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, বেগুন সহ বিভিন্ন সবজি বিক্রি করে লাভের মুখ দেখছেন না। তাঁরা চাইছেন সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি চালু হোক এবং তাঁদের কাছ থেকে সঠিক দাম দিয়ে নিয়ে যাক কিনে। সুফল বাংলার গাড়ির চালক বাবর আলী দাবি করেন আটটি গাড়ি চলত। ছটি গাড়ি অন্যত্র চলে গিয়েছে। তবে কোথায় গিয়েছে সেটা তাঁরা জানেন না। এদিকে ব্লকের বিজেপির সহ-সভাপতি ইন্দ্রজিৎ ঢালী তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন এ রাজ্য প্রকল্প ঘোষণা রাজ্যে পরিণত হয়েছে। কিন্তু মানুষ কোন সুবিধা পাচ্ছে না। পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএমের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় সরকার তৃণমূলকে কটাক্ষ করে বলেন শুধু প্রচারের আলোয় আসার জন্য প্রকল্পের উদ্বোধন করে। প্রকল্পের বন্ধ করে দেয় ফোঁড়েদের সাহায্য করার জন্য। সুফলে বাংলা কুফলে পরিণত হয়েছে বলেও সমালোচনায় সরব হন।রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার কি কারনে বন্ধf হয়েছে তিনি খোঁজ নিয়ে দেখবেন। সাময়িক কোনো সমস্যার জন্য বন্ধ হতে পারে। কিন্তু চাষীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে তৎপর রাজ্য কৃষি দপ্তর বলেও তিনি দাবি করেন। সেই গাড়িগুলি যাতে পুনরায় চালু হয় সেই ব্যবস্থাও করবেন বলেও আশ্বাস দেন। #south24pargana #south24pargananews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow