Tripura : ব্যাগ রাস্তায় রেখে অভিনব প্রতিবাদ : U Bangla TV
Tripura : ব্যাগ রাস্তায় রেখে অভিনব প্রতিবাদ : U Bangla TV
শিক্ষক নিয়োগের দাবিতে এবার বইয়ের ব্যাগ রাস্তায় রেখে অভিনব প্রতিবাদ পড়ুয়াদের!দক্ষিণ ত্রিপুরা জেলা ঋষ্যমুখ আর.ডি.ব্লকের অন্তর্গত মানিরামবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে বলে অভিযোগ অভিভাবক সহ ছাত্র-ছাত্রীদের। বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগের দাবিতে এবার সোচ্চার হয়েছে সকল পড়ুয়ারা । বইয়ের ব্যাগ রাস্তায় রেখে শিক্ষক নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দুই বার শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। এদিন, পড়ুয়াদের বিক্ষোভে আটকে পড়ে বিএসএফ জওয়ানরাও। অনুরোধ সত্বেও পড়ুয়ারা তাদের দাবি নিয়ে অনড় থাকে। এখন দেখার বিষয় হচ্ছে বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগের দাবিতে ত্রিপুরা শিক্ষা দপ্তর কি ভূমিকা পালন করে।
#tripuranews #tripura #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?






