Tripura : খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসএ পদক বিতরণ : U Bangla TV
Tripura : খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসএ পদক বিতরণ : U Bangla TV
যোগাভ্যাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক বিকাশ ঘটে! বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা!আগরতলা নেতাজী চৌমুহনি স্থিত এন এস আর সি সি' তে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস - এর সমাপনী তথা পদক বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেলেন, যোগাভ্যাস করা প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর নৈতিক কর্তব্য। যার মাধ্যমে পড়াশোনায়ও মনোযোগী হওয়া যায়। যোগাভ্যাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক বিকাশ ঘটে। এদিন মেয়েদের বিভাগে রানার্স হয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, মেয়েদের বিভাগে তৃতীয় স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, মেয়েদের বিভাগে প্রথম হয়েছে নাগপুর বিশ্ববিদ্যালয়, ছেলেদের বিভাগে প্রথম স্থান পেয়েছে ঠাকুরজি মহারাজ নাগপুর বিশ্ববিদ্যালয়, ছেলেদের বিভাগে রানার্স হয়েছে লাভলী প্রফেশনাল বিশ্ববিদ্যালয় পাঞ্জাব, ছেলেদের বিভাগে তৃতীয় স্থান দখল করেছে দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয় হরিদুয়ার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। #tripura #tripuranews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?