South24pgs : পাথর প্রতিমার উপেন্দ্রননগরে বাঘ অধরা : U Bangla TV
South24pgs : পাথর প্রতিমার উপেন্দ্রননগরে বাঘ অধরা : U Bangla TV
লোকালয়ের পুকুরের পাড়ে বাঘের পায়ের ছাপ! পুকুরে আশপাশে ঘুরছে বাঘ, গৃহবধূর দাবি পুকুর থেকে জল খেয়েছে দক্ষিণারায়, অন্যদিকে বনদপ্তর বলছে পুরানো পায়ের ছাপ, বাঘ নেই বাঘ ফিরে গেছে জঙ্গলে, তাহলে কেন আতঙ্ক এলাকাবাসীর, কারা সঠিক বলছে বনদপ্তর না এলাকাবাসী?প্রশ্ন উঠছে । এলাকাবাসীর দাবি মেনে বাঘ খুঁজতেই জঙ্গলে বিভিন্ন আধিকারিকের সঙ্গে শতাধিক বন কর্মী। গত প্রায় চার মাস যাবৎ পাথরপ্রতিমার বিভিন্ন অঞ্চলে বাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ, এখনো পর্যন্ত বাঘ অধরা। উপেন্দ্র নগর এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে লাগানো হয়েছে ট্যাব ক্যামেরা, লোকালয়ে বনের ধারে ঘেরা হয়েছে জাল,কয়েক মাস ধরে দিনরাত পাহারায় রয়েছে বনদপ্তরের কর্মীরা, তবু এলাকাবাসীর দাবি পুকুরে জল খাচ্ছে বাঘ এটা কি করে সম্ভব! ট্যাব ক্যামেরায় ও বাঘের আনাগোনা দেখতে পাওয়া যায়নি,সকাল থেকে জঙ্গলে চিরুনি তল্লাশি চালালে ও বাঘের কোন হাদিস মেলেনি। রেঞ্জার জানালেন সবই পুরনো বাঘের পায়ের ছাপ বর্তমানে বাঘ নেই। #south24pargananews #south24pargana #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?