ত্রিপুরা : ডিজিটাল লাইব্রেরীর উদ্বোধনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী |
শুক্রবার আগরতলা বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবির এবং সাত দিনব্যাপী এনএসএস শিবিরের সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এছাড়াও এদিন আগরতলা বিজয় কুমার বালিকা বিদ্যালয়ের ডিজিট্যাল লাইব্রেরির উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, একটি সুস্থ সমাজ গঠনে এনএসএস স্বেচ্ছাসেবকদের প্রধান ভূমিকা রয়েছে। এনএসএস হল একটি প্লাটফর্ম যা তরুণ প্রজন্মকে জাতীয় লক্ষ্যের সাথে সংযুক্ত করে।
What's Your Reaction?
![like](https://ubanglatv.com/assets/img/reactions/like.png)
![dislike](https://ubanglatv.com/assets/img/reactions/dislike.png)
![love](https://ubanglatv.com/assets/img/reactions/love.png)
![funny](https://ubanglatv.com/assets/img/reactions/funny.png)
![angry](https://ubanglatv.com/assets/img/reactions/angry.png)
![sad](https://ubanglatv.com/assets/img/reactions/sad.png)
![wow](https://ubanglatv.com/assets/img/reactions/wow.png)