Tripura : কসবেশ্বরী কালী মন্দিরে জল ঢালছে মানুষ।
Tripura : কসবেশ্বরী কালী মন্দিরে জল ঢালছে মানুষ।
৫৫০ বৎসরের পুরাতন রাজন্য আমলের ত্রিপুরার ঐতিহ্যবাহী কসবেশ্বরী কালী মায়ের মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে বহু মিথ জনমানসে প্রচলিত আছে। মানুষের বিশ্বাস,যখন বৃষ্টির অকাল পরে তখন গ্রামের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ কমলাসাগর দীঘির পবিত্র জল এনে কসবেশ্বরী কালী মায়ের মন্দিরে ঢাললে বৃষ্টি হবে।সুদীর্ঘ কাল ধরেই এই প্রথা চলে আসছে। সেই বিশ্বাসকে সামনে রেখে বৃষ্টির জন্য বৃহষ্পতিবার সকাল থেকেই গ্রামবাসীরা কমলাসাগর দীঘির জল এনে ঢালছে রাজন্য আমলের ৫৫০ বছর পুরাতন ত্রিপুরার ঐতিহ্যবাহী কসবেশ্বরী কালী মন্দিরে। #newstoday #newsvideo #current_affairs #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?