Tripura : তীব্র দাবদাহ গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে ৩৫৭ মেগাওয়াট! |
Tripura : তীব্র দাবদাহ গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে ৩৫৭ মেগাওয়াট! |
আগরতলা মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ জানান, ত্রিপুরায় বিদ্যুতের চাহিদা এবার ছাপিয়ে গিয়েছে সর্বকালীন রেকর্ড। এতদিন পর্যন্ত যেখানে দুর্গাপুজোর সময় একদিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকতো প্রায় ৩৩২ মেগাওয়াট। সেখানে এবার দুর্গাপুজোর আগেই গ্রীস্মের দাবদাহ গরমে বিদ্যুতের চাহিদা ৩৫৭ মেগাওয়াট ছাপিয়ে গেছে। শুধু তাই নয়, বিদ্যুতের অত্যাধিক ব্যবহারের ফলে চাপ বাড়ছে ট্রান্সফর্মার সহ অন্যান্য যন্ত্রাংশে। যে কারণে তীব্র দাবদাহ গরমের সময়ে বিদ্যুতের ট্রান্সফর্মার কিংবা তার পুড়ে গিয়ে বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে। ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কর্মী, আধিকারিকরা রাতদিন এক করে ত্রুটি সারাই করছেন।\ #newstoday #newsvideo #current_affairs #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?